মেডিকেল সার্টিফিকেট
শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সংশ্লিষ্ট থানা হইতে লিখিত অনুরোধ কিংবা মহামান্য আদালত হইতে নির্দেশনা না পাওয়া পর্যন্ত হাসপাতালের ইমার্জেন্সী কিংবা ওয়ার্ড হইতে কোন মেডিকেল সার্টিফিকেট ইস্যু করার বিধান নাই।
প্রাথমিক অবস্থায় হাসপাতালের নম্বরযুক্ত টিকেট অথবা হাসপাতালের ছাড়পত্র (Discharge Certificate) দ্বারা যে কোন জিডি/মামলা করা যায়। পরবর্তীতে প্রয়োজনে যে থানার মামলা নথিভুক্ত হইবে ঐ থানা হইতে I.O (তদন্তকারী কর্মকর্তা) কর্তৃক মেডিকেল সার্টিফিকেট এর জন্য আবেদন করা হইলে কেবল তখনই হাসপাতাল হইতে মেডিকেল সার্টিফিকেট প্রদান করা হয়।
মেডিকেল সার্টিফিকেট দেয়ার জন্য কোন টাকা নেয়া হয় না।
যদি কেউ টাকার বিনিময়ে মেডিকেল সার্টিকেট প্রদান করতে চায় তবে সাথে সাথে কর্তৃপক্ষেকে অবহিত করুন।
নিজে সৎ থাকুন এবং অন্যের অন্যায়কে প্রশ্রয় দিবেন না।