মেডিকেল সার্টিফিকেট পাবার নিয়ম
প্রাথমিক অবস্থায় হাসপাতালের নম্বরযুক্ত টিকেট অথবা হাসপাতালের ছাড়পত্র (Discharge Certificate) দ্বারা যে কোন জিডি/মামলা করা যায়। পরবর্তীতে প্রয়োজনে যে থানার মামলা নথিভুক্ত হইবে ঐ থানা হইতে I.O (তদন্তকারী কর্মকর্তা) কর্তৃক মেডিকেল সার্টিফিকেট এর জন্য আবেদন করা হইলে কেবল তখনই হাসপাতাল হইতে মেডিকেল সার্টিফিকেট প্রদান করা হয়।