Don’t show Brush Area!!

Why Earase/ brush area don’t show in my Photoshop

ফটোশপে কাজ করার সময় বিভিন্ন ব্রাস এরিয়া (brush area) এবং ডিলিট ব্রাস এরিয়া (brush area) দেখা যায় না (don’t show brush area), ফলে অনেকটা অনুমান করে ব্রাস সাইজ ছোট বড় করে কাজ করতে হয়। কিন্তু এই সমস্যার সমাধান মাত্র একটি কী প্রেসের মাধ্যমেই করতে পারেন। ফটোশপে কাজ করার সময় ভুল করে ক্যাপ্‌স লকে চাপ লাগলেই কেবল এ সমস্যার উদ্ভব হয়। মানে ক্যাপ্‌সলক অন থাকলে ফটোশপে ব্রাস এরিয়া (brush area) দেখা যায় না। আবার ক্যাপসলক অফ থাকলেও ব্রাস দেখা যায় না।

এক্ষেত্রে যদি ক্যাপ্‌সলক থাকে তবে ক্যাপস লক অফ করে দিন। মানে আবার ক্যাপসলকে চাপ দিন দেখবেন ব্রাস এরিয়া(Brush Area) দেখাচ্ছে। আবার ক্যাপ্‌সলক অফ থাকা সত্বেও ব্রাস এরিয়া (Brush Area) দেখা না গেলে ক্যাপ্‌সলক অন অফ করলে ব্রাস এরিয়া দেখা যাবে।

Leave a Comment

Welcome...
Have you faced any kind of problem, just comment.

কোন সমস্যা মনে হলে ইমেইল এড্রেস সহ কমেন্ট করুন, আপনার ইমেইল এড্রেস এবং সমস্যার গোপনীয়তা রক্ষা করা হবে।