ইমেইলের স্ট্যান্ডার্ড ফরমেট (Standard Email Format) কেমন হবে?
নিচের প্যারাগ্রাফে উল্লেখিত ভুল ফরমেটে (Email Format) লেখা ইমেইল এড্রেস জেনারেট করা থাকলে তা ব্যবহারে করা থেকে বিরত থাকুন। ইমেইল এড্রেস হবে (standard Email Format) আপনার ফরমাল নামের সাথে হুবুহু মিল রেখে। যেমনটি আমি সঠিক গঠন প্রনালির ইমেইল ইড্রেস এর উদাহরণ দিয়েছি। যদি আপনার ফরমাল নামে ইমেইল এড্রেস না হয় সেক্ষেত্রে এড্রেসের শেষে কোন সংখ্যা যেমন ১,২,৩ ইত্যাদি দিয়ে চেষ্টা করুন তবে ভুলেও ০০৭, ৪২০, ০০ সংখ্যা ব্যবহার থেকে বিরত থাকুন।
Invalid email Format: | Valid email Format: |
| abc-d@mail.com |
| abc.def@mail.com |
| abc@hotmail.com |
| abc_def@mail.com |
| abd.790@gmail.com |
| shahin.hasan201@mail.com |
| shahin.hasan@outlook.com |
| md.habibur.rahman@gmail.com |
| habibur.rahman@gmail.com |
| md.saddam03@yahoo.com |
| zunaed.habib@hotmail.com |
এমন বিদঘুটে ইমেইল এড্রেস জেনারেট করে আপানি কোথাও মেইল করলে করলে তারা আপনাকে রিপ্লাই দিবে না। কারণ ইমেইল এড্রেসের একটা সাধারণ রুপ (Email General Format) আছে উপরে উল্লেখিত ভুল ইমেইল এড্রেস তৈরী করে চাকুরীর জন্য কোথায় মেইল করলে কোন HR রিপ্লাই দিবে না। আর বার বার মেইল করলে তারা বিরক্ত হয়ে ব্লক করে রাখতেও পারে।
say thanks to so much for your site it aids a lot.