ইমেইলের স্ট্যান্ডার্ড ফরমেট

ইমেইলের স্ট্যান্ডার্ড ফরমেট (Standard Email Format) কেমন হবে?

নিচের প্যারাগ্রাফে উল্লেখিত ভুল ফরমেটে (Email Format) লেখা ইমেইল এড্রেস জেনারেট করা থাকলে তা ব্যবহারে করা থেকে বিরত থাকুন। ইমেইল এড্রেস হবে (standard Email Format) আপনার ফরমাল নামের সাথে হুবুহু মিল রেখে। যেমনটি আমি সঠিক গঠন প্রনালির ইমেইল ইড্রেস এর উদাহরণ দিয়েছি। যদি আপনার ফরমাল নামে ইমেইল এড্রেস না হয় সেক্ষেত্রে এড্রেসের শেষে কোন সংখ্যা যেমন ১,২,৩ ইত্যাদি দিয়ে চেষ্টা করুন তবে ভুলেও ০০৭, ৪২০, ০০ সংখ্যা ব্যবহার থেকে বিরত থাকুন।

Invalid email Format: Valid email Format:
abc-@gmail.com abc-d@mail.com
abc..def@gmail.com abc.def@mail.com
.abc@hotmail.com abc@hotmail.com
abc#def@gmail.com abc_def@mail.com
abc.420@gmail.com abd.790@gmail.com
abc.007@gmail.com shahin.hasan201@mail.com
abc.statham@outlook.com shahin.hasan@outlook.com
alex404@gmail.com md.habibur.rahman@gmail.com
syeam.420@gmail.com habibur.rahman@gmail.com
saddam.sadiya@yahoo.com md.saddam03@yahoo.com
zn3eng@hotmail.com zunaed.habib@hotmail.com

এমন বিদঘুটে ইমেইল এড্রেস জেনারেট করে আপানি কোথাও মেইল করলে করলে তারা আপনাকে রিপ্লাই দিবে না। কারণ ইমেইল এড্রেসের একটা সাধারণ রুপ (Email General Format) আছে উপরে উল্লেখিত ভুল ইমেইল এড্রেস তৈরী করে চাকুরীর জন্য কোথায় মেইল করলে কোন HR রিপ্লাই দিবে না। আর বার বার মেইল করলে তারা বিরক্ত হয়ে ব্লক করে রাখতেও পারে।  

2 thoughts on “ইমেইলের স্ট্যান্ডার্ড ফরমেট”

Leave a Comment

Welcome...
Have you faced any kind of problem, just comment.

কোন সমস্যা মনে হলে ইমেইল এড্রেস সহ কমেন্ট করুন, আপনার ইমেইল এড্রেস এবং সমস্যার গোপনীয়তা রক্ষা করা হবে।