যে সব কারণে মানসিক ডাক্তার দেখাতে পারেন

শুধু পাগল হলেই পাগলকে মানসিক ডাক্তারের কাছে নিয়ে যেতে হয় না, আপনি যে কারণে “ফাউল হাবার” দরবারে যান সে সমস্যার বিষয়ে আলোচনা করার জন্যও মানসিক ডাক্তারের কাছে যেতে পারেন, ভালো পরামর্শ পাবেন।

অর্থকষ্ট থাকায় মানসিক অশান্তি থাকতে পারে। বিভিন্ন ফকির/মিসকিন/দয়াল দাদার দরবারে যেতে পরেন। সেখানে সামান্য টাকার বিনিময়ে ঝাড়ফুক+ঝাটার আদর পাবেন, মনে শান্তি আসতে পারে তবে সমস্যার সমাধান হবে না। এসব সমস্যার সমাধানের জন্য মানসিক ডাক্তার দেখাতে পারেন। তবে ডাক্তার দেখে ডাক্তার দেখাবেন, ভেজাল ডাক্তার, ফাঁস হওয়া প্রশ্নে ডাক্তার, ফেবু ডাক্তার, ইউটিউব ডাক্তার এর ব্যাপক (বে)সুনাম থাকে।

নিম্নক্ত সমস্যা বা কারণে মানসিক ডাক্তার দেখানো প্রয়োজন।।

জ্বীনে ধরা/ভূতে ধরা, মাদকাসক্তি/নেশা করা
যৌন সমস্যা, ব্রেইন এর রোগ
খিঁচুনী রোগ, এলোমেলো কথা বলা
একা একা কথা বলা, অস্বাভাবিক আচরণ করা
অহেতুক সন্দেহ করা, কানে গায়েবী আওয়াজ শোনা
অযন্তে থাকা

অহেতুক রাগ, একাকী থাকা
অকারনে মন খারাপ ও বিষন্নতা
আত্ম*হ*ত্যার প্রবনতা, মাথা ব্যথা
নিজেকে অনেক বড়/ছোট মনে করা,
বেশী খরচ কেনাকাটা করা
ঘুমের চাহিদা কমে যাওয়া
দাম্পত্য জীবনে অশান্তি
বয়স্কদের স্মৃতিশক্তি লোপ পাওয়া

শিশুদের ক্ষেত্রে
অতি চঞ্চলতা, তোতলামো
অতিরিক্ত রাগ, জেদ, ভাংচুর করা
অমনোযোগিতা, স্কুল পালানো, স্কুল ভীতি
অবাধ্য হওয়া, মিথ্যা বলা, লেখাপড়ায় ত্রমাবনতি
বিছানায় প্রস্রাব করা, নিজেকে আঘাত করা
বুদ্ধি প্রতিবন্ধীদের অস্বাভাবিক আচরণ

Leave a Comment

Welcome...
Have you faced any kind of problem, just comment.

কোন সমস্যা মনে হলে ইমেইল এড্রেস সহ কমেন্ট করুন, আপনার ইমেইল এড্রেস এবং সমস্যার গোপনীয়তা রক্ষা করা হবে।