দুই হাতল ছেড়ে আমার সাইকেল চালনা

দুই হাত ছেড়ে সাইকেল চালানো হঠাৎ করেই শুরু করতে যাবেন তো ধরা খাবেন।।

আমি কিভাবে শিখেছি তা শেয়ার করছি যদি ভালো লাগে তবে নিজ দায়ীত্বে ট্রাই করতে পারেন।

আমি যখন ১০/১২ বছর পর সাইকেল চালানো শুরু করি তখন হাত মুঠো করে হাতল ধরে রাখতাম, ছবি দ্রষ্টব্য। এতে আমার ব্রেক করতে কষ্ট হত আর গিয়ার শিফটিং তো করতামই না।

পরে এভাবে ধরায় উন্নতি হয় যদিও এক হাতে তখনো চালাতে পারতাম না, যার কারনে সিগনাল দিতে পারতাম না। তবে গিয়ার চেঞ্জ করতে পারতাম।

এখন গিয়ার শিফটিং আর এক হাত ছেড়ে সিগনাল দিতে পারি আর এক সেকেন্ডের জন্য দুই হাতল ছেড়ে চালাতে পারি।

এটা শেষ দিনের ছবি কিছু আংগুল দিয়ে যেহেতু চালাতে পারি এক আংগুলেও পারব, এর কিছুক্ষন পর ডান হাত ছেড়ে বাম হাতের এক আংগুলে চালাতে চালাতে সেটিও ছেড়ে দিলাম মনে হচ্ছিলো উড়ছি!!! তবে কিছুক্ষনের জন্য। এর পর নিয়মিত হাত ছেড়ে চালানো। এতেই চলে গেছে বছর আশা করি আপনি আমার মত শম্বুক না, দ্রুতই শিখতে পারবেন।

1 thought on “দুই হাতল ছেড়ে আমার সাইকেল চালনা”

Leave a Comment

Welcome...
Have you faced any kind of problem, just comment.

কোন সমস্যা মনে হলে ইমেইল এড্রেস সহ কমেন্ট করুন, আপনার ইমেইল এড্রেস এবং সমস্যার গোপনীয়তা রক্ষা করা হবে।