নাম সংশোধনের আবেদন ফরমেট

In some NU student service needs to write application to the dean for service. For this application students/s need a format. This is a standard format many students follow this.

তারিখ: ../../.. .. .. ..
বরাবর,
ডিন,
জাতীয় বিশ্ববিদ্যালয়,
গাজীপুর।

মাধ্যম

অধ্যক্ষ,
(নিজ কলেজের নাম,
কলেজের ঠিকানা
জেলা এবং পোস্ট কোড।)

বিষয়: নাম সংশোধনের জন্য আবেদন।

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি অনার্স (যে বিষয়ে পড়ছেন) বিভাগ ৩য় বর্ষের একজন ছাত্র। আমার রেজিস্ট্রেশন নং ৯৯৯…..৯৯৯, শিক্ষাবর্ষ (১৯৯৯-২০০০) এবং আমি (যে বিষয়ে পড়ছেন) এ, (নিজ কলেজের নাম) এ অধ্যয়নরত আছি। এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেটে নামের ভুল থাকার কারণে ভুল নাম অনার্সেেও এসেছে যা সংশোধন করা প্রয়োজন। এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেটে সংশোধন করা হয়েছে যা আবেদনের সাথে সংযুক্ত করা হল।

অতএব, বিনীত প্রার্থনা এই যে, নাম সংশোধনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে বাধিত করবেন।

বিনীত
আপনার একান্ত অনুগত ছাত্র
(আপনার নাম)
(যে বিষয়ে পড়ছেন)
(রেজিস্ট্রেশন নং)
(শিক্ষাবর্ষ)
(কলেজের নাম)
(মোবাইল নাম্বার)

26 thoughts on “নাম সংশোধনের আবেদন ফরমেট”

  1. Amr name change korte hbe. Ami application koresi. Board kobe boste pare. Please help me. Khob problem e asi. Amr khob dorkar name change kora.

    Reply
    • জেনে নিন নতুন নিয়মে ঢাকা বোর্ডে কিভাবে নাম সংশোধন করবেন আপনার সনদের(certificate) জেএসসি, এসএসসি, এইচএসসি পরীক্ষার???? তা নিচে বলা হলো ( ছোট করে)

      কোন পত্রিকায় বিজ্ঞাপন, এফিডেবিট লাগবে না ইন শা আল্লাহ।

      (১) বাসায় বসেই করতে পারবেন অনলাইনে আবেদন ঢাকা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে ( স্কুল এ যাওয়া লাগবে না)।

      স্কুল,কলেজ ভিন্ন হলেও ১ ফর্মে আবেদন করতে পারবেন ইন শা আল্লাহ।

      আপনার নাম পরিবর্তনের জন্য আপনার জন্ম সনদ (Birth Certificate) লাগবে।
      বাবা,মায়ের নাম পরিবর্তনের জন্য তাদের জাতীয় পরিচয়পএ (Nid card) + যেকোন পরীক্ষার পাসের সনদ (যদি থাকে) লাগবে।

      ফি(cost) – 500 টাকা ( যেকোনো পরীক্ষার জন্য) । আপনার ৩টা পরীক্ষা হলে 1500 টাকা।

      ছবি লাগবে ১ কপি ( নতুন ছবি)।

      (২) এবার ওয়েবসাইটে এই লেখাটা আসবে “Your application is awaiting for approval at the Institute. Please contact with Institute or wait”…… এখন স্কুলের সাথে যোগাযোগ করতে হবে। এই বিষটা নিয়ে একটু সচেতন থাকবেন।খুব দ্রুত স্কুলের সাথে যোগাযোগ করবেন। স্কুল তাদের EIIN number ও password ব্যবহার করে আপনার আবেদন অনুমোদন(Approve) করবে।

      আর টাকা ” সোনালি স্লিপ ” মাধ্যমে দিতে হবে। সেই টাকা ব্যাংক, কার্ড, মোবাইল ব্যাংকিং যেকোনো একভাবে দিবেন। মোবাইল ব্যাংকিং (বিকাশ, রকেট) দিয়ে সহজে দিতে পারবেন ইন শা আল্লাহ।
      টাকা জমা দেয়ার পর ১টা মেসেজ আসবে যে নাম্বার দিয়ে আবেদন করেছিলেন ওই নাম্বারে । id number & password থাকবে ওই মেসেজ এ, যেটা ব্যবহার করে ওয়েবসাইটে ঢুকে আবেদনের বর্তমান অবস্থা জানতে পারবেন।
      “Last update ” নামে একটা ঘর পাবেন আবেদন ফ্রম এ ” প্রক্রিয়াধীন” লেখা থাকবে। “print order” নামটা খুজে পেলে এটার পাশে আপনার কাজ শেষ ( এটার জন্য অপেক্ষা করা লাগবে)।

      এবার অপেক্ষা করার পালা!!!!!!!!!!!!!

      (৩) বোর্ড থেকে মেসেজ আসবে।
      আপনাকে বোর্ড মিটিং এর জন্য ডাকবে ( বেশি পরিবর্তন করে থাকেন তাহলে হয়তোবা)। আর তা নাহলে মিটিং এর জন্য ঢাকবে না। এবার “ফ্রেশ কপি” জন্য আবেদন করবেন।

      সার্টিফিকেট জন্য আবেদন করবেন (৩টি পরীক্ষা হলে ৩টা আবেদন)

      নম্বর পএ জন্য (৩টি আবেদন)
      এডমিট কার্ডের জন্য (৩টি আবেদন)
      রেজিষ্ট্রেশন জন্য (৩টি আবেদন)

      রেজিষ্ট্রেশন জন্য ২০০ টাকা ( সম্ভবত) (প্রতি পরীক্ষার জন্য)
      এডমিট কার্ড, সার্টিফিকেট, নম্বর পএ ( প্রতিটার জন্য ৫০০ টাকা( সম্ভবত) প্রতি পরীক্ষার জন্য)

      এবার প্রতিটার জন্য মেসেজ আসবে। ৩টা পরীক্ষা হলে ৯টা মেসেজ আসবে ( রেজিষ্ট্রেশনের জন্য মেসেজ আসবে না)।

      সব মেসেজ আসলে বোর্ড এ গেয়ে পুরাতন কাগজপত্র জমা দিয়ে নতুন কাগজপত্র নিয়ে নিবেন।

      আল্লাহর উপর ভরসা রাখবেন, আল্লাহ সব সমস্যা সমাধান করে দিবেন ইন শা আল্লাহ।

      বিঃদ্রঃ কোন তথ্য ভুল দিয়ে থাকলে, আমাকে জানাবেন। ভালোভাবে হয়তো গুছিয়ে লিখতে পারি নি, এজন্য দুঃখিত।
      Copy

      Reply
      • ভাই আমি একটি বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএড করছি। তারা আমার বাবার নামে ভুল করে Mohammad এর স্থলে সংক্ষেপে Md. দিয়ে দিয়েছে। কিন্তু আমার যাবতীয় শিক্ষাসনদে বাবার নাম Mohammad আছে। এখন আমি কি করব আমাকে বিস্তারিত জানাবেন প্লিজ

        Reply
        • ন্যাশনাল ইউনিভার্সিটি ওয়েব সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে নিন, সেখানে গিয়ে কোর্স Bachelor Professional সিলেক্ট করবেন এবং এরপর সাবকোর্স B.Ed দিয়ে রেজিস্ট্রেশন কম্প্লিট করুন, ভিডিটা সম্পূর্ন দেখলে বুঝতে পারবেন। তারপর নেম কারেকশনের জন্য আবেদন করবেন। কোন অসুবিধা হলে জানাবেন।
          https://www.youtube.com/watch?v=W7r79w8kkfg&list=PLDnkdIKIHQazXJkPQZwXBa3Z-27gI1G5x

          Reply
  2. Please help me. Ami name change korte chassi. Application koresi. Board kobe boste pare amk please janan. Khob problem e asi. Name change korata khob dorkar.

    Reply
    • জেনে নিন নতুন নিয়মে ঢাকা বোর্ডে কিভাবে নাম সংশোধন করবেন আপনার সনদের(certificate) জেএসসি, এসএসসি, এইচএসসি পরীক্ষার???? তা নিচে বলা হলো ( ছোট করে)

      কোন পত্রিকায় বিজ্ঞাপন, এফিডেবিট লাগবে না ইন শা আল্লাহ।

      (১) বাসায় বসেই করতে পারবেন অনলাইনে আবেদন ঢাকা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে ( স্কুল এ যাওয়া লাগবে না)।

      স্কুল,কলেজ ভিন্ন হলেও ১ ফর্মে আবেদন করতে পারবেন ইন শা আল্লাহ।

      আপনার নাম পরিবর্তনের জন্য আপনার জন্ম সনদ (Birth Certificate) লাগবে।
      বাবা,মায়ের নাম পরিবর্তনের জন্য তাদের জাতীয় পরিচয়পএ (Nid card) + যেকোন পরীক্ষার পাসের সনদ (যদি থাকে) লাগবে।

      ফি(cost) – 500 টাকা ( যেকোনো পরীক্ষার জন্য) । আপনার ৩টা পরীক্ষা হলে 1500 টাকা।

      ছবি লাগবে ১ কপি ( নতুন ছবি)।

      (২) এবার ওয়েবসাইটে এই লেখাটা আসবে “Your application is awaiting for approval at the Institute. Please contact with Institute or wait”…… এখন স্কুলের সাথে যোগাযোগ করতে হবে। এই বিষটা নিয়ে একটু সচেতন থাকবেন।খুব দ্রুত স্কুলের সাথে যোগাযোগ করবেন। স্কুল তাদের EIIN number ও password ব্যবহার করে আপনার আবেদন অনুমোদন(Approve) করবে।

      আর টাকা ” সোনালি স্লিপ ” মাধ্যমে দিতে হবে। সেই টাকা ব্যাংক, কার্ড, মোবাইল ব্যাংকিং যেকোনো একভাবে দিবেন। মোবাইল ব্যাংকিং (বিকাশ, রকেট) দিয়ে সহজে দিতে পারবেন ইন শা আল্লাহ।
      টাকা জমা দেয়ার পর ১টা মেসেজ আসবে যে নাম্বার দিয়ে আবেদন করেছিলেন ওই নাম্বারে । id number & password থাকবে ওই মেসেজ এ, যেটা ব্যবহার করে ওয়েবসাইটে ঢুকে আবেদনের বর্তমান অবস্থা জানতে পারবেন।
      “Last update ” নামে একটা ঘর পাবেন আবেদন ফ্রম এ ” প্রক্রিয়াধীন” লেখা থাকবে। “print order” নামটা খুজে পেলে এটার পাশে আপনার কাজ শেষ ( এটার জন্য অপেক্ষা করা লাগবে)।

      এবার অপেক্ষা করার পালা!!!!!!!!!!!!!

      (৩) বোর্ড থেকে মেসেজ আসবে।
      আপনাকে বোর্ড মিটিং এর জন্য ডাকবে ( বেশি পরিবর্তন করে থাকেন তাহলে হয়তোবা)। আর তা নাহলে মিটিং এর জন্য ঢাকবে না। এবার “ফ্রেশ কপি” জন্য আবেদন করবেন।

      সার্টিফিকেট জন্য আবেদন করবেন (৩টি পরীক্ষা হলে ৩টা আবেদন)

      নম্বর পএ জন্য (৩টি আবেদন)
      এডমিট কার্ডের জন্য (৩টি আবেদন)
      রেজিষ্ট্রেশন জন্য (৩টি আবেদন)

      রেজিষ্ট্রেশন জন্য ২০০ টাকা ( সম্ভবত) (প্রতি পরীক্ষার জন্য)
      এডমিট কার্ড, সার্টিফিকেট, নম্বর পএ ( প্রতিটার জন্য ৫০০ টাকা( সম্ভবত) প্রতি পরীক্ষার জন্য)

      এবার প্রতিটার জন্য মেসেজ আসবে। ৩টা পরীক্ষা হলে ৯টা মেসেজ আসবে ( রেজিষ্ট্রেশনের জন্য মেসেজ আসবে না)।

      সব মেসেজ আসলে বোর্ড এ গেয়ে পুরাতন কাগজপত্র জমা দিয়ে নতুন কাগজপত্র নিয়ে নিবেন।

      আল্লাহর উপর ভরসা রাখবেন, আল্লাহ সব সমস্যা সমাধান করে দিবেন ইন শা আল্লাহ।

      বিঃদ্রঃ কোন তথ্য ভুল দিয়ে থাকলে, আমাকে জানাবেন। ভালোভাবে হয়তো গুছিয়ে লিখতে পারি নি, এজন্য দুঃখিত।
      Copy

      Reply
  3. ভাই চলমান ছাত্রের কি শুধু রেজিষ্ট্রেশন কার্ড পরিবর্তন করলেই হবে।না-কি সব করতে হবে।প্লিজ হেল্প

    Reply
    • শুধু রেজিস্ট্রেশন কার্ড সংশোধন করতে হবে আর রেজিস্ট্রেশন কার্ড এবং সর্বশেষ এডমিট কার্ড তুলতে হব।

      Reply
  4. ভাই আমি যশোরবোর্ডে আমার সর্টিফিকেটে মায়ের নাম সংশোধনের জন্য আবেদন করেছি, গত ১৩/১২/২০২০ তারিখে কিন্তু এখনো মেসেজ আসেনি, আমি এখন কি করতে পারি, একটু বলবেন প্লিজ,,,

    Reply
    • অনলাইনে আবেদন করে থাকলে আগে আপনার স্কুল-কলেজে যোগাযোগ করুন, সেখানে সমাধান না পেলে বোর্ডে চলে আসুন।

      Reply
  5. ভাই আমার সার্টিফিকেটে মায়ের নাম সংশোধনের জন্য আবেদন করেছি যশোরবোর্ডে গত ১৩/১২/২০২০ তারিখে, কিন্তুু এখনো কোনো মেসেজ আসেনি, আমি কি করতে পারি প্লিজ বলবেন,,,

    Reply
    • অনলাইনে আবেদন করে থাকলে আগে আপনার স্কুল-কলেজে যোগাযোগ করুন, সেখানে সমাধান না পেলে বোর্ডে চলে আসুন।

      Reply
  6. Help Please
    Bhai amar wife er babar nam Hosssain (Hossain hobe) BBS(Degree Pass) er Registration card, admit card, MBA Admit Card, MBA Provisional Certificate and MBA mark Certificate a vol ase. SSC and HSC thik ase, ekhon kivabe apply korbo? shodho Registration Card correction option a jabo? Naki shob golo option a jabo?
    Thanks in advanced.

    Reply
    • NU এ অনলাইনে আবেদন করবেন, শুধু রেজিস্ট্রেশন কার্ড ঠিক করার জন্য আবেদন করবেন। আবেদন এপ্রুভ হলে বোর্ডে এসে সংশোধিত সার্টিফিকেটের জন্য আবেদন করবেন।

      Reply
  7. আমি ১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি হ‌য়েছি বিএস‌এস কোর্সে কিন্তু রেজিস্ট্রেশন কার্ডে আসছে বিবিএস। এখন এটি পরিবর্তন করার জন্য কি ব্যবস্থা নিতে পারি দয়া করে বলবেন।

    Reply
  8. ভাই আমার বিএড এ রেজিস্ট্রেশন কার্ডে বাবার নামে মোহাম্মদ এভাবে না এসে মোঃ এসেছে। এখন কি করব?

    Reply
    • ন্যাশনাল ইউনিভার্সিটি ওয়েব সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে নিন, সেখানে গিয়ে কোর্স Bachelor Professional সিলেক্ট করবেন এবং এরপর সাবকোর্স B.Ed দিয়ে রেজিস্ট্রেশন কম্প্লিট করুন, ভিডিটা সম্পূর্ন দেখলে বুঝতে পারবেন। তারপর নেম কারেকশনের জন্য আবেদন করবেন। কোন অসুবিধা হলে জানাবেন।
      https://www.youtube.com/watch?v=W7r79w8kkfg&list=PLDnkdIKIHQazXJkPQZwXBa3Z-27gI1G5x

      Reply
  9. আমি এসএসসি 22 এর পরীক্ষার্থী। আমার জন্মনিবন্ধন এ বাবা মায়ের নামের তথ্য এবং আমার বোর্ড রেজিস্ট্রেশন এর বাবা মায়ের নাম এর তথ্য ভিন্ন এসেছে। আমি আমার জন্মনিবন্ধন এর তথ্য অনুযায়ী বোর্ড রেজিস্ট্রেশন এর তথ্য সংশোধন করতে চাচ্ছি। এখন আমার করণীয় কি?

    Reply
  10. এস এস সি সাটিফিকেট আছে রওশনারা খাতুন,
    রেজিস্ট্রেশন কাডে আছে মোছাঃ রওশনারা খাতুন
    মার্কসিটে আছে মোছাঃ রওশনারা খাতুন
    মুল সাটিফিকেট মোছাঃ রওশনারা খাতুন ঠিক করতে কি করতে হবে

    Reply
    • অনলাইনে আবেদন করুন, রেজিস্ট্রেশন কার্ড এবং মার্কসিটের স্ক্যান কপি সংযুক্ত করুন। আপনার মায়ের NID তে মোছাঃ রওশনারা খাতুন থাকলে সেটিও স্ক্যান করি যুক্ত করুন।

      Reply

Leave a Comment

Welcome...
Have you faced any kind of problem, just comment.

কোন সমস্যা মনে হলে ইমেইল এড্রেস সহ কমেন্ট করুন, আপনার ইমেইল এড্রেস এবং সমস্যার গোপনীয়তা রক্ষা করা হবে।