এক্সেলশীটে কোন সূত্র লিখে কাউকে পাঠালে সে যেন তা পরিবর্তন (change) করতে না পরে। অথবা এক্সেল শিটে (Excel Sheet) কোন লেখা যাতে কেউ কপি করতে (protect to copy) না পারে এবং ইডিট (Edit ) করতে না পারে এর জন্য এক্সেলশীট পুরোটা বা এর কোন সিলেক্টেড সেল লক করে দিতে পারবেন। ভিডিওতে বিস্তারিত সব দেয়া আছে। তবে কোন সমস্যা হলে জানাবেন আমি অবশ্যই আপনার কমেন্টের উত্তর দিব।