ভাল ছেলে

আমি একজন ভাল ছেলে।
খুব সহজেই বলে ফেললাম। কিন্তু ভালছেলে হওয়াটা কি খুব সহজ, মোটামুটি সহজই বলা যায়? আসলে দুটির একটিও না। ভালছেলে হওয়াটা খুব কঠিন ব্যাপার।
১. বড়দের কথায় হ্যাঁ বলতে হবে। যদি ভুলও বলে তাও হ্যাঁ বলতে হবে। যদি হা বলি তা আমার জীবনে এফেক্ট করবে, তিনিও নিজের সিদ্ধান্তকে সঠিক ভাববে, যা পরবর্তী অন্যের উপর এফেক্ট করবে। আর এসব ভেবে যদি না বলি তাহলে চরম বেয়াদব হব আমি।
২. সবসময় চুপচাপ থাকতে হবে বেশী কথা বললেই বেয়াদব, তার মানে কথা না বলে শুনে শুনে তক্তা হই এই তাদের প্রয়াস। খুশি হয়ে হটাৎ চিৎকার দিলেই ছেলেটা বখে গেছে।
৩. সবসময় সালাম দিতে হবে, দিলামও বটে হটাৎ একদিন খেয়াল করলাম না, যার কারনে সালাম মিস। গেছে ছেলেটা এতদিন ভালই ছিল কিন্তু শয়তান কি আর ভাল থাকে!!!
৪. সিনেমা হলে যাওয়া পুরোপুরি নিষিদ্ধ, কারন জানতে চাইলে “বেয়াদব মুখে মুখে তর্ক”!!!
৫……

Leave a Comment

Welcome...
Have you faced any kind of problem, just comment.

কোন সমস্যা মনে হলে ইমেইল এড্রেস সহ কমেন্ট করুন, আপনার ইমেইল এড্রেস এবং সমস্যার গোপনীয়তা রক্ষা করা হবে।