WiFi এর পাসওয়ার্ড কেউ জানলেও আপনার রাউটারে কেউ কানেক্ট হতে পারবে না। ডিভাইসের (মোবাইল, ট্যাব, পিসি) ওয়াইফাই ম্যাক এড্রেস ব্যবহার করে ইউজার এ্যাড করতে পারবেন আর অন্য কেউ পাসওয়ার্ড জানলেও আপনার ওয়াইফাই ব্যবহার করতে পারবে না। এ জন্য আপনার রাউটার এ লগিন করে Wireless > Advance Wireless > ACL Setup এ গিয়ে Enable Wireless Access Control Mode অপশনটি টিক মার্ক করে দিন।
এরপর ম্যাক এড্রেস বক্সে আপনি যে ইউজারকে আপনার ইন্টারনেট ব্যবহার করতে দিবেন তার ম্যাক এড্রেস লিখুন কোলন চিহ্ন বাদে। তার পর এ্যড করুন। এখন তাকে আইপি এড্রেস ব্যবহারের মাধ্যমে তার স্পিড কন্টোল করতে পারবেন (নিচের দ্বিতীয় ভিডিও) এবং তাকে ওয়াইফাই ব্যবহার থেকে বাদ দিতে চাইলে Wireless > Advance Wireless > ACL Setup গিয়ে তার ম্যাক এড্রেস সিলেক্ট করে তাকে রিমোভ করার জন্য ডিলিট করে দিতে পারেন।
ম্যাক এড্রেস ব্যবহার করে ওয়াইফাই ইউজার কন্ট্রোল করা জন্য নিচের ভিডিও দেখুন। . .এখানে আইপি এড্রেস এর মাধ্যমে ইউজার কন্ট্রোল ভিডিও
.