রেলওয়ে কর্মচারী (পিতা) আজীবন পেনশন মায়ের নামে নেয়ার জন্য কোথায় কত টাকা ঘুষ দিয়েছি।
কমলাপুর রেলওয়ে কমান্ডেন্ট অফিসে গিয়ে পিতার মৃত্যুর সংবাদ (যত দ্রুত সম্ভব জানাবেন যত দেরি করবেন তত ঝামেলা হবে।) দিলে তারা সমবেদনা জানিয়ে একটি লিস্ট দেন। লিস্ট অনু্যায়ী পেপার্স আনার পর কাজ শুরু হয়। প্রয়োজনে ডাউনলোড করে নিতে পারেন।