আপনি চাইলেই রক্ত দিতে পারবেন না। কারণ গুলো কি কি তা দেখুন
১. আপনার থেকে রক্ত ব্যাগে নেবার আগে রেগুলার টেস্ট নেয়া হবে সব টেস্টে পাশ করলেই কেবল আপনার রক্ত নেয়া হবে।
২. আপনি রোগী থেকে দূরে থাকলে অন্য কেউ রক্ত দিয়ে দিলে আপনার রক্ত দেবার সুযোগ শেষ।
৩. রক্তদাতা হতে চাইলে ১৮ থেকে ৪৫ বয়সের হতে হবে। এর উপরে বা নিচে চাইলেও রক্ত দানের সুযোগ থেকে বঞ্চিত হবেন।
৪. রোগীর জন্য ব্লাড ব্যাংক থেকে রক্ত রেডি করে তাদের জানালাম রক্ত নেয়া হয়েছে পাঠিয়ে দিচ্ছি, তখন রোগীর স্ত্রী জানাল “রক্ত লাগবে না, একটু দেখা করে যান ”:( , দেখা করে কিছুই বলতে পারি নাই, তিনি আমাকে তার কার্ড দিয়ে জানালো “সুযোগ হলে আমাদের গ্রামে আসবেন।” এমন হয়েছে আমার সাথে খুবই মন খারাপ হয়েছিল সেদিন।
৫. ওজনের ক্ষেত্রে পুুরুষদের সর্বনিম্ন ৪৮ কেজি এবং নারীদের ৪৫ কেজি ওজন থাকতে হবে।
৬. আপনাকে সুস্থ থাকতে হবে আর যেহেতু রেগুলার টেস্ট করা হবে তাই অসুস্থ হলে রক্তদাতা হবার সুযোগ থেকে বঞ্চিত হবেন।
৭. এমন অনেক হয়েছে যে রক্ত প্রয়োজন হতে পারে, কিন্তু অপারেশন শেষে ডাক্তার এসে বলে রক্ত লাগবেনা, ভালো থাকবেন..