NU Name Correction Attachments List

NU (National University) এর সাটিফিকেট/রেজিস্ট্রেশন কার্ডের নাম অনলাইনে সংশোধন করোর করার জন্য নিম্নলিখিত ডকুমেন্ট স্ক্যান করে সাবমিট করতে হবে। নতুবা কোন আপডেট পেতে দেরি হবে।

১. ডিন বরাবর কলেজ অধ্যক্ষের সুপারিশকৃত আবেদনপত্র এর স্ক্যান কপি।
২. পাসপোর্ট সাইজের এক কপি ছবি (অধ্যক্ষ কর্তৃক সত্যায়িত।) এর স্ক্যান কপি
৩. জাতীয় পরিচয় পত্র ছাত্র, পিতা ও মাতার (সত্যায়িত কপি) ছাত্র এর এনআইডি না থাকলে জন্মনিবন্ধন এর স্ক্যান কপি।
৪. মূল রেজিস্ট্রেশন কার্ড এর স্ক্যান কপি।
৫. এসএসসি ও এইচএসসি সনদপত্রের সত্যাুয়িত কপি এর স্ক্যান কপি।
৬. বোর্ড সংশোধনের চিঠি ( যদি এসএসসি ও এইচএসসি সংশোধত হয়ে থাকে। )এর স্ক্যান কপি।
৭. শুধুমাত্র ‍ধর্ম পরিবর্তনের ক্ষেত্রে জেলা মেজিস্ট্রেট কর্তৃক এফিডেভিট দাখিল করতে হবে। এর স্ক্যান কপি।
৮. ক্ষেত্র বিশেষে আবেদনকারীকে স্ব-শরীরে সভায় উপস্থিক থাকতে হবে। এর স্ক্যান কপি।
৯. শিকার্থী নিজ নাম অথবা পিতা/মাতার নাম পরিবর্ত বা সংশোধনের কারণ সুস্পষ্টভাবে ব্যাখ্যা পূর্বক আবেদনের ফর্মটি পূরণ করে অধ্যক্ষের মাধ্যমে প্রেরণ করতে হবে। অফলাইনে আবেদনের ক্ষেত্রে।

অক্ষর বা আংশিক পরিবর্তনের ক্ষেত্রে..
১. ডিন বরাবর অলেজ অধ্যক্ষের সুপারিশকৃত আবেদন পত্র এর স্ক্যান কপি।।
২. রেজিস্ট্রেশন কার্ডের স্ক্যান কপি।
৩. এসএসসি ও এইএসসি সনদপত্রের সত্যায়িত ফটোকপির স্ক্যান।

5 thoughts on “NU Name Correction Attachments List”

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Welcome...
Have you faced any kind of problem, just comment.

কোন সমস্যা মনে হলে ইমেইল এড্রেস সহ কমেন্ট করুন, আপনার ইমেইল এড্রেস এবং সমস্যার গোপনীয়তা রক্ষা করা হবে।