Microphone ব্যবহার করে Speaker শব্দ বা কথা নেবার জন্য আপনার ইয়ারফোন থাকলে তা ছবিতে দেখানোর মত করে সেট করুন

এবং স্পিকার যেখানে প্লাগ ইন করার সেখানে প্লাগ ইন করতে বলা আছে ছবিতে।
এরপর উইন্ডোজের স্টার্ট বাটনে প্রেস করে Sound লিখলে উইন্ডো সাজেস্ট করবে Sound Setting

সেখানে ক্লিক করলে আপনি সাউন্ড সেটিং এ চলে আসবেন। এবার ডান পাশের মেনু থেকে Sound Control Panel এ ক্লিক করুন।

সেখানে ক্লিক করলে এমন একটি মেনু আসবে সেখানে থেকে Recording ট্যাবে

ক্লিক করুন। এখান থেকে একটিভ মাইক্রোফেন সিলেক্ট করে Properties এ ক্লিক

করলে আরেকটি মেনু আসবে সেখান থেকে Listen ট্যাবে ক্লিক করুন।

এরপর Listen to this device টিক মার্ক দিন এবং Apply দিয়ে চেক করুন

Microphone থেকে শব্দ সরাসরি স্পিকারে আসে কি/না। আসলে OK ক্লিক করে সব মেনু থেকে চলে আসুন।