একই সাথে অনেকগুলো সফটওয়্যার একসাথে ব্যবহার করার জন কম্পিউটার ব্যবহার করি। তবে বেশি সফটওয়্যার অন থাকলে প্রয়োজনী সফটওয়্যার থেকে আরেকটি সফটওয়্যারে যেতে সময় লাগে। এর শর্টকাট কী হলো Alt ও Tab কী, আরে Alt এবং পর Tab কী প্রেস করলে দেখবেন আপনার চালুকৃত সকল সফটওয়্যার দেখাছে, এখন একবার একবার করে Alt ধরে রেখে Tab চাপুন দেখবেন একটা একটা লাফিয়ে যাচ্ছে সিলেকশন এরিয়া। এখন যেটা দরকার সেটার উপরে সিলেকশন এনে Alt কী ছেড়ে দিন দেখুন আপনার প্রয়োজনীয় সফটওয়্যার অন হয়েছে।
এভাবে আপনি Alt এর পরে Shift এবং Tab কী প্রেস করে দেখবেন সিলেক্টশ উল্টোদিক থেকে হচ্ছে। একবার ট্রাই করে দেখুন কত সহজ এক উইন্ডো থেকে আরেক উইন্ডোতে যাওয়া।