মাইক্রোসফট এক্সেলের কোন শীট কপি করে অন্য কোন ওয়ার্কবুকে বা উক্ত শীটটি নতুন ওয়ার্ক বুকে কপি করা জন্য প্রসেস ভিডিওতে দেয়া হয়। কোন ওয়ার্কবুকে অনেকগুলো ওয়ার্কশীট থাকতে পারে এর ভিতর যখন কোন নতুন ওয়ার্কশীট বসানোর প্রয়োজন হয় তখন আমরা সহজেই নতুন ওয়ার্কশীট তৈরী করতে পারি। তবে যদি অন্য কোন ওয়ার্কবুকের ওয়ার্কশীট কপি করে আনতে হয় তখন কপি করাটা সাধারণভাবে কপি করলে হয় না। তখন ওয়ার্কশীট কপি করার জন্য আলাদা প্রসেস মেইন্টেন করতে হয়। তাই একটি এক্সেল শীট কপি করে আরেক জায়গায় কিভাবে নেয়া যায় তার পুরো প্রসেস এখানে দেখানো হয়েছে।