দেনমোহর ধার্য করার ক্ষেত্রে দুটি পদ্ধতি খুব যুক্তিযুক্ত মনে হচ্ছে। আপনারা পড়ে দেখতে পারেন।
১। ছেলে বা তার পরিবার তার বা তাদের সমর্থ অনুযায়ী দেনমোহর ধার্য করবে। এত মেয়ে পক্ষ ঠিক করে নিবে তারা মানবে কি/না বা বৃদ্ধি করবে। এক্ষেত্রে ছেলে তার বর্তমান বেতনের ৩ বা ৪ গুন দেনমোহর ধার্য করবে বা তার সামর্থ যদি আরোও বেশি থাকে তা ধার্য করবে। এ ক্ষেত্রে বলে রাখা ভালো যে, বিয়ের পর কোন অঘটন ঘটলে ছেলে/মেয়ে যেই তালাক দেক না কেন বাংলাদেশের আইন অনুযায়ী ছেলেকেই দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে। মানে ছেলে আর্থিক ভাবে দায়বদ্ধ।
২। মেয়ে বা মেয়ের পরিবার যে পরিমান দেনমোহর ধার্য করবে ছেলে পক্ষ সে পরিমান দেনমোহরেই রাজি হবে। যেহেতু ছেলে আর্থিকভাবে দায়বদ্ধ, এবং ছেলের ঝুকি বেশি তাই ঝুকি হ্রাস করতে মেয়ে পক্ষ ছেলের নামে সমপরিমান টাকা ব্যাংকে শর্তসাপেক্ষে ফিক্স ডিপোজিট (যদি থাকে) করবে, যা বিয়ের ২০ বছর পর মেয়ে বা তার নমিনি টাকা তুলতে পারবে। যদি কোন কারণে মেয়ের পক্ষ থেকে তালাক দেয়ে হয় সেক্ষেত্রে ব্যাংক ছেলেকে উক্ত টাকা পরিশোধ করে দিবে। যাতে করে ছেলের কোন ঝুকি না থাকে। এ ক্ষেত্রে বলে রাখা ভালো, ছেলে তালাক দিলে ব্যাংকের টাকা পাবে না এবং তাকে দেনমোহরের পুরো টাকা দেশের আইন অনুযায়ী পরিশোধ করতে হবে।
এতে যে কোন একটি অনুসরণ করলে একতরফা ভাবে শুধু ছেলে পক্ষই দায় বহন করবে না, এবং বিয়ের পর যে ঝুকি সৃষ্টি হয় তা থাকবে না।
আপনার মতামত আশা করি।
ধন্যবাদ