মোহাম্মদপুর টাইন হলে
মোহাম্মদপুর মসজিদ মার্কেটের বদনাম করার জন্য এই একটা দেকানই (Riyaj computer) যথেষ্ট। মার্কেটের বদনাম ছড়ানোর জন্য দোকানটা ইচ্ছামত মিথ্যা কথা বলেই যাচ্ছে কাস্টমারের সাথে। ইসনিক 61 মাদারবোর্ডের দাম সর্বোচ্চ 3800/- এখানে তারা রেখেছে 4500/- এর সাথে 250/- টাকা ইন্সটলেশন চার্জ। প্রমাণ হিসেবে রশিদ সংযোজন করা হল।
