একদিন পিসি অন করতে গিয়ে পাওয়ার লাইট অন হয়ে অফ হয়ে গেল। পিসি অন হল না। বেশ কয়েবার পাওয়ার বাটন চাপার পর অন হল। পরেরদিন একই সমস্যা। সমাধান হিসেবে পাওয়ার সাপ্লাই চেঞ্জ করলাম, দামে এবং নামে ভালো একটা পাওয়ার সাপ্লাই নিলাম কিন্তু একই সমস্যা!! সার্ভিস সেন্টারে নিলাম তারা জানালো মাদারবোর্ডে সমস্যা। সার্ভিস করালাম। কয়েকদিন পর আবার একই সমস্যা। এবার কয়েকদিন পিসি অফ থাকল। ব্যবহার না করতে থাকার কারণে ধূলা জমতে শুরু করলো পিসিতে। একদিন পিসির খুব প্রয়োজন হওয়ায় অনেকবার পাওয়ারবাটন চেপে পিসি অন করলাম। পরেরদিন পিসি অন করার জন্য ইউপিএস থেকে সিস্টেম ইউনিটের থ্রিপিন সরাসরি বিদ্যুতের লাইনে দিয়ে পিসি এক চাপেই অন করলাম ভাবলাম ইউপিএস এর সমস্যা। কিন্তু পরের দিন আর এভাবে কাজ হলো না। মানে ইউপিএস ভালো আছে। এবার আবার ইউপিএস এর সাথে সিস্টেম ইউনিটের প্লাগইন করলাম এবং বারবার চেষ্ট করার পর পিসি অন হলো। কি যেন কি ভাবতে ভাবতে পরের দিন আগে মনিটর অন করে মনিটরের পাওয়ার লাইট উজ্জ্বল হবার সাথে সাথে সিস্টেম ইউনিটের থ্রিপিন ইউপিএস এ ঢুকানোর সাথে সাথে পাওয়ার বাটন অন করলাম পিসি অন!!
এরপর প্রতিদিন এবং আজ প্রায় ৮ মাস হলো এভাবেই পিসি অন করে আসছি।
উক্ত সমস্যার সমাধান হল মাদারবোর্ডের ব্যাটারীটা পরিবর্তন করা ভালো মানের একটা ব্যাটারী বসানো।