লালবাগ কেল্লা পরিদর্শন
জুলাই ৪৮, ২০২৪ তারিখে সরকারি ওয়েবসাইট থেকে তথ্য নিয়ে লালবাগে গিয়েছেলাম। ওয়েবসাইটে কিছু তথ্য হালনাগাদ করা প্রয়োজন ছিল। যাই হোক নিচের কিছু তথ্য ও ছবি দেখে লালবাগ পরিদর্শনে আসলে আপনাদের উপকারে আসবে বলে মনে করি।
জাদুঘর পরিদর্শনের সময়সূচি:
গ্রীষ্ম কালিন সময়সূচি: এপ্রিল ১ থেকে সেপ্টেম্বর ৩০ পর্যন্ত:
মঙ্গলবার-শনিবারঃ সকাল ১০:০০ থেকে বিকাল ৬:০০, বিরতিঃ দুপুর ০১:০০-১:৩০
শুক্রবার বিরতিঃ দুপুর ১:০০-২:০০ (অনেক ভিড় হয়)
রবিবার সাপ্তাহিক বন্ধ ও অন্যান্য সরকারি ছুটিতে বন্ধ থাকবে।
সোমবার অর্ধদিবস খোলা থাকে (দুপুর ২:০০ থেকে ৬:০০)
শীত কালিন সময়সূচি:
অক্টোবর ১ থেকে মার্চ ৩১ পর্যন্ত
মঙ্গলবার-শনিবারঃ সকাল ৯:০০ থেকে বিকাল ৫:০০, বিরতিঃ দুপুর ০১:০০-১:৩০
শুক্রবার বিরতিঃ দুপুর ১:০০-২:০০ (অনেক ভিড় হয়)
রবিবার সাপ্তাহিক বন্ধ ও অন্যান্য সরকারি ছুটিতে বন্ধ থাকবে।
সোমবার অর্ধদিবস খোলা থাকে (দুপুর ২:০০ থেকে ৬:০০)
রমজান মাসের সময়সূচি
সোমবার-শনিবারঃ সকাল ১০:০০ থেকে বিকাল ৪:০০, বিরতিঃ দুপুর ০১:০০-১:৩০
শুক্রবার বিরতিঃ দুপুর ২:০০-৪:০০
রবিবার সাপ্তাহিক বন্ধ ও অন্যান্য সরকারি ছুটিতে বন্ধ থাকবে।
বর্তমানে জদুঘর পরিদর্শন প্রবেশ ফি ৩০/- টাকা যা কাউন্টার থেকে সংগ্রহ করতে হবে। তবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের ১০/-, প্রাথমিক স্তরের শিক্ষার্থী ও পাঁচ বছরের নিচে কোন শিশুর টিকেট প্রয়োজন নাই। শিক্ষার্থীদের আইডি-কার্ড প্রদর্শন বাধ্যতামূলক।
সার্কভুক্ত/বিমসটেক রাষ্ট্রসমূহ ২০০/-, বিদেশী পর্যটক ৪০০/-
সকালে হাটার জন্য (প্রাতঃভ্রমণ) প্রতিদিন ৫/-, একমাসের ফি ১০০/-। সময়: উপরে উল্লেখিত সময়সূচি অনুযায়ী, তবে ঈদ-উদ-ফিতর ও ঈদ-উল-আযহার দিন ব্যতিত প্রতিদিন ফজর নামাজের পর থেকে সকাল ৮:০০ পর্যন্ত।
অন্যান্য সুবিধা: ব্রেস্ট ফিডিং, প্রকাশনা ক্রয়, হুইল চেয়ার, বিশুদ্ধ পানি, স্যুটিং (আবেদন করতে হবে)।
পরিদর্শনের পূর্বে কোন তথ্য জানতে
কাস্টোডিয়ান: +8802223363018
জাতীয় হেল্প লাইন ৩৩৩