লালবাগ কেল্লা পরিদর্শন পূর্বে জেনে নিতে পারেন

লালবাগ কেল্লা পরিদর্শন
জুলাই ৪৮, ২০২৪ তারিখে সরকারি ওয়েবসাইট থেকে তথ্য নিয়ে লালবাগে গিয়েছেলাম। ওয়েবসাইটে কিছু তথ্য হালনাগাদ করা প্রয়োজন ছিল। যাই হোক নিচের কিছু তথ্য ও ছবি দেখে লালবাগ পরিদর্শনে আসলে আপনাদের উপকারে আসবে বলে মনে করি।

জাদুঘর পরিদর্শনের সময়সূচি:
গ্রীষ্ম কালিন সময়সূচি: এপ্রিল ১ থেকে সেপ্টেম্বর ৩০ পর্যন্ত:
মঙ্গলবার-শনিবারঃ সকাল ১০:০০ থেকে বিকাল ৬:০০, বিরতিঃ দুপুর ০১:০০-১:৩০
শুক্রবার বিরতিঃ দুপুর ১:০০-২:০০ (অনেক ভিড় হয়)
রবিবার সাপ্তাহিক বন্ধ ও অন্যান্য সরকারি ছুটিতে বন্ধ থাকবে।
সোমবার অর্ধদিবস খোলা থাকে (দুপুর ২:০০ থেকে ৬:০০)


শীত কালিন সময়সূচি:
অক্টোবর ১ থেকে মার্চ ৩১ পর্যন্ত
মঙ্গলবার-শনিবারঃ সকাল ৯:০০ থেকে বিকাল ৫:০০, বিরতিঃ দুপুর ০১:০০-১:৩০
শুক্রবার বিরতিঃ দুপুর ১:০০-২:০০ (অনেক ভিড় হয়)
রবিবার সাপ্তাহিক বন্ধ ও অন্যান্য সরকারি ছুটিতে বন্ধ থাকবে।
সোমবার অর্ধদিবস খোলা থাকে (দুপুর ২:০০ থেকে ৬:০০)


রমজান মাসের সময়সূচি
সোমবার-শনিবারঃ সকাল ১০:০০ থেকে বিকাল ৪:০০, বিরতিঃ দুপুর ০১:০০-১:৩০
শুক্রবার বিরতিঃ দুপুর ২:০০-৪:০০
রবিবার সাপ্তাহিক বন্ধ ও অন্যান্য সরকারি ছুটিতে বন্ধ থাকবে।


বর্তমানে জদুঘর পরিদর্শন প্রবেশ ফি ৩০/- টাকা যা কাউন্টার থেকে সংগ্রহ করতে হবে। তবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের ১০/-, প্রাথমিক স্তরের শিক্ষার্থী ও পাঁচ বছরের নিচে কোন শিশুর টিকেট প্রয়োজন নাই। শিক্ষার্থীদের আইডি-কার্ড প্রদর্শন বাধ্যতামূলক।
সার্কভুক্ত/বিমসটেক রাষ্ট্রসমূহ ২০০/-, বিদেশী পর্যটক ৪০০/-
সকালে হাটার জন্য (প্রাতঃভ্রমণ) প্রতিদিন ৫/-, একমাসের ফি ১০০/-। সময়: উপরে উল্লেখিত সময়সূচি অনুযায়ী, তবে ঈদ-উদ-ফিতর ও ঈদ-উল-আযহার দিন ব্যতিত প্রতিদিন ফজর নামাজের পর থেকে সকাল ৮:০০ পর্যন্ত।

অন্যান্য সুবিধা: ব্রেস্ট ফিডিং, প্রকাশনা ক্রয়, হুইল চেয়ার, বিশুদ্ধ পানি, স্যুটিং (আবেদন করতে হবে)।

পরিদর্শনের পূর্বে কোন তথ্য জানতে
কাস্টোডিয়ান: +8802223363018
জাতীয় হেল্প লাইন ৩৩৩

Leave a Comment

Welcome...
Have you faced any kind of problem, just comment.

কোন সমস্যা মনে হলে ইমেইল এড্রেস সহ কমেন্ট করুন, আপনার ইমেইল এড্রেস এবং সমস্যার গোপনীয়তা রক্ষা করা হবে।