ব্যাক্তিগত একটি সমস্যা নিয়ে নামকরা একটি সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়েছিলাম। ডাক্তার শুনে তিন মাসের জন্য কিছু ঔষধ প্রেসক্রাইব করলেন। আমি সাধারণত আমার পরিচিত এক দোকান থেকে ঔষধ কিনে থাকি। তাদের দোকানে প্রায় সব ঔষধই পাওয়া যায়। আমি প্রেসক্রিপশন দেখালে সে কিছুক্ষণ দেখে দোকানের মালিককে দেখালো। মালিক বললো যে এটা তাদের দোকানে নাই তবে কাল এনে দেয়া যাবে। পরের দিন আবার দোকানে গেলে তারা জানায় ঔষধটা ভালো না এবং তারা এই ঔষধ এনে দিতে পারবে না, কারণ হিসেবে তারা জানায় ঔষধটা বেনামি কোম্পানির। আমি ভেরিফাই করার জন্য হাসপাতালের সামনে বেশ কয়েকটি দোকানে খুজলাম এবং একটি মাত্র দোকানেই পেলাম এবং দাম শুনে চলে আসলাম। অনলাইনেও অনেক খুজে পেলাম না। এরপর একটি অনলাইনে ডাক্তার দেখানো যায় এমন একটি এ্যাপে এপোয়েনমেন্ট নিলাম এবং তার সাথে কথা বলে জানতে চাইলাম ঔষধগুলোর ব্যাপারে। তিনি অত্যন্ত পেশাজীবি ডাক্তার হিসেবে বললেন এই ঔষধগুলোর বদলে আপনি অন্য ঔষধ নিতে পারেন যেটা মার্কেটে সহজলভ্য। তিনি ঔষধ আর বেশ কিছু সু-পরামর্শ দিলেন। যেখানে সেই হাসপাতালের ডাক্তার আমাকে বেনামি সহজে খুজে পাওয়া যায় না এমন ঔষধ ৩ মাস কোন পরামর্শ ছাড়াই খাওয়ার জন্য প্রেসক্রিপশন লিখে দিলেন এখানে সে তুলনাম অনেক ভালো চিকিৎসা পেলাম। এবং দ্রুতই সুস্থতা পেলাম।
শেষ কথা হল গোপন সমস্যা এবং স্পর্শকাতর সমস্যার জন্য কোন ডাক্তার বা ঔষধের দোকানদার কোন ঔষধ দিলে তা যাচাই করে সেবন করবেন। ভালো ডাক্তার খুজে নিবেন এবং তার কাছে পরামর্শ নিবেন, পরামর্শ বাবদ ফি দিবেন, বিনামূল্যে বা নামমাত্র মূল্যে পরামর্শ তেমন ভালো হয় না এবং অবশ্যই অবশ্যই যাচাই করে নিবেন।
ধন্যবাদ।
ভালো ডাক্তার খুজে নেবার কিছু প্রসেস আছে যা নিচের লিংকে পাবেন।