ওয়ার্ডপ্রেস এর ব্যাকআপ ফাইল লাইভে আনার জন্য আপনার দুইটা ফাইল থাকা বাধ্যতামূলক। আপনার ফাইল দুটি না থাকলে লোকাল হোস্ট থেকে ফাইল দুটি আলাদা করে রাখতে হবে।
১. ব্যাকআপ ফাইল (জিপ করা থাকলে ভালো)
২. ওয়েবসাইটের ডাটাবেজ (জিপ করা থাকলে ভালো)
প্রথমেই হোস্টিং প্রভাইডার কোম্পানি আপনাকে একটি ডোমেইন দিবে যা আপনি সিলেক্ট করতে পেরেছেন। এরপর হোস্টিং প্রভাইডার আপনাকে হোস্টিং cPanel এর লিংক ইউজার এবং পাসওয়ার্ড দিবে। সেটি ব্যবহার করে আপনি cPanel এ লগিন করতে পারবেন।
১. লগ-ইন করে MySQL® Databases এ ক্লিক করবেন এখানে Create New Database এর নিচে একটি নাম দিয়ে প্রথমেই ডাটাবেজ ক্রিয়েট করবেন (ডাটাবেজ এর নাম আলাদা কপি করে রাখবেন) Back বাটনে ক্লিক করে ফেরত চলে আসবেন।
২. MySQL Users Add New User এর নিচে ইউজার ক্রিয়েট করবেন এবং সাথে ইউজার পাসওয়ার্ড দিবেন (ইউজার নাম এবং পাসওয়ার্ড আলাদা কপি করে রাখবেন)।
৩. এই তৈরীকৃত ডাটাবেজ ব্যবহার একসেস দেবার জন্য Add User To Database এর নিচেই অপশন পাবেন এখানে ডাটাবেজ এবং ইউজার সিলেক্ট করে এড বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর কতগুলো চেকমার্ক আসবে সেগুলো সব সিলেক্ট করে সেভ করবেন এবং ক্লোজ করে বের হয়ে আসবেন।
এবার ডাটাবেজ আপলোডের পালা। যে ডাটাবেজ আপনার কাছে ব্যাকআপ বা ওয়ার্ডপ্রেসের যে ডাটাবেজ আছে তা আপলোড করার জন্য cPanel এর Databases এর নিচে phpMyAdmin এ ক্লিক করুন এখানে বাম পাশে আপনার তৈরীকৃত ডাটাবেজ নামের উপর ক্লিক করুন এরপর উপর দিক থেকে Import বাটনে ক্লিক করে sql বা ডাটাবেজ ফাইলটর জিপ ফাইলটি আপলোড করে দিন। এরপর দেখবেন অনেকগুলো টেবিল হয়েছে এগুলো ডাটাবেজের নিচের দিকে থাকে এ থেকে wp_options ক্লিক করে ডান পাশের siteurl এবং home এর option_value তে আপনার ক্রয়কৃত ডোমেইন নেইম দিবেন। যেভাবে হোসটিং কোম্পানি আপনার মেইলে দিবে সেভাবেই দিবেন। ডাবল ক্লিক করে পেস্ট করার পর বাহিরে ক্লিক করলে অটো সেভ নিয়ে নিবে। আলাদা করে সেভ করার প্রয়োজন নাই। হয়ে গেল ডাটাবেজ আপলোড করা। এরপর ফাইল আপলোড করতে হবে।
ফাইল আপলোড।
এরপর আসেন ফাইল আপলোড করা
১. cPanel এর ফাইল Files অপশনে যাবেন। সেখান থেকে File Manager ক্লিক করবেন।
২. সেখান থেকে public_html এ ক্লিক করবেন, দেখবেন ডানপাশে একটা ফোল্ডার আসছে বা কিছুই নাই। সেখানে আপনার জিপ করা ফাইল আপলোড করতে হবে। public_html এ ক্লিক করে উপরের ট্যাব থেকে Upload এ ক্লিক করে ফাইলটি আপলোড করে দিবেন। এবং আপলোড শেষে ফাইলের উপর রাইট ক্লিক করে Extract বাটনে ক্লিক করবেন।
৩। Extract হয়ে গেলে যে জিপ করা ফাইলটি আপলোড করেছিলেন তা ডিলেট করে দিন।
৪। Extract করার পর যে ফাইলগুলো আছে তার থেকে wp-config.php ইডিট করতে হবে। তার জন্য wp-config.php এর উপর রাইটক্লিক করে Edit এ ক্লিক করুন। এরপর নিচের বোল্ড করা লেখাগুলো ডাটাবেজ ক্রিয়েট করার সময় যে টেক্সট কপি করা ছিলো তা পেস্ট করে দিন।
৫। ‘DB_NAME’, ‘DataBaseName‘ ); ডাটাবেজ নেইম যেটা ক্রিয়েট করেছিলেন এবং সেভ করে রেখেছিলেন তা বোল্ড করা জায়গায় পেস্ট করে দিবেন।
৬. ‘DB_USER’, ‘DataBaseUserName‘ ); ডাটাবেজ ইউজার নেম যেটা ক্রিয়েট করেছিলেন সেটা পেস্ট করে দিন।
৭. ‘DB_PASSWORD’, ‘UserPassword‘ ); ইউজার যেটা ডাটাবেজ ক্রিয়েট করার সময় পাসওয়ার্ড দিয়েছিলেন এবং সেভ করে রেখেছিলেন তা হুবুহু পেস্ট করে দিন।
৮. এরপর ডান দিকে উপরের দিকে Save Changes বাটনে ক্লিক করে সেভ করুন এবং Close বাটনে ক্লিক করে ক্লোজ করে দিন।
ব্যস আপনার সাইট অনলাইনে আসলো। সমস্যা মনে করলে কমেন্ট করুন ব্লগে বা কমেন্ট করুন আমার ইউটিউব চ্যানেলে।