বর্তমানে অনলাইনে পাসপোর্ট আবেদন করার পর শিডিউল অনুযায়ী পাসপোর্ট অফিসে গিয়ে আবেদনের হার্ড কপি জমা দিতে হয়। উক্ত আবেদনে কোন প্রকার সত্যায়ন প্রয়োজন হয় না, তবে আবেদনের সাথে যে সকল ডকুমেন্ট সংযুক্ত করা না থাকলে আপনার আবেদন সহকারী পরিচালক ফিরিয়ে দিবেন তার তালিকা দেয়া হল। আবেদন কোনভাবেই কোন দালাল বা তথ্য প্রদানকারী বা অভ্যর্থনা কক্ষে জমা দিবেন না। সরাসরি সহকারী পরিচালক এর কাছে জমা দিবেন।
১। নাম, জন্মতারিখ, পিতার নাম, মাতার নাম প্রমানের জন্য জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের কপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে, মূল কপি অবশ্যই দেখাতে হবে। পূর্ববর্তী পাসপোর্ট থাকলে মূল কপি দেখাতে হবে এবং একটি কপি সংযুক্ত করতে হবে। পূর্ববর্তী পাসপোর্ট হারিয়ে গেলে অবশ্যই জিডি করতে হবে এবং জিডির কপি জমা দিতে হবে।
২। স্থায়ী ঠিকানা প্রমানের জন্য চেয়ারম্যান সার্টিফিকেট বা ইউনিয়ন পরিষদ থেকে যে পরিচয় পত্র দেয়া হয় তার কপি জমা দিতে হবে। আপনার এলাকা সিটি কর্পোরেশনের আওতায় থাকলে সিটি কর্পোরেশন থেকে পরিচয়পত্র সংগ্রহ করে তার ফটোকপি জমা দিবেন।
৩। বর্তমান ঠিকানা যদি আলাদা হয় তবে যে স্থানে আছেন সে বাড়ির বিদ্যুৎ বা গ্যাস বা ওয়াসা বিলের ফটোকপি জমা দিন। অনেক এলাকায় প্রিপেইড মিটার থাকায় বিদ্যুৎ বিল থাকে না, সে ক্ষেত্রে যার নামে মিটার আছে সে মিটার কার্ডের কপি জমা দিতে হবে।
স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা একই হলে উপরোক্ত সব পেপারস্ জমা দিতে হবে।
৪। বৈবাহিক অবস্থা বিবাহিত হলে কাবিন নামা এবং স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের কপি জমা দিতে হবে। অবিবাহিত হলে কোন ডকুমেন্ট সাবমিট করতে হবে না। স্বামী/স্ত্রী মৃত হলে মৃত্যু নিবন্ধন এবং ডেথ সার্টিফিকেট সংযুক্ত করতে হবে। তালাকপ্রাপ্ত হলে তালাক নামার কপি সংযুক্ত করতে হবে।
৫। বর্তমান পেশা (বেসরকারি হলে) প্রমাণের ক্ষেত্রে প্রতিষ্ঠানের আইডি কার্ড/প্রত্যয়নপত্র সংযুক্ত করতে হবে। সরকারী চাকুরীজীবি হলে অবশ্যই NOC/GO প্রয়োজন হবে। ছাত্র হলে স্টুডেন্ট আইডি/প্রত্যয়নপত্র সাবমিট করুন।
৬। পাসপোর্ট আবেদনের ফি অনলাইনে জমা দিলে রশিদের প্রিন্টেড কপি জমা দিতে হবে, সরাসরি ব্যাংকে জমা দিলে রশিদের মূল কপি জমা দিতে হবে এবং ফটোকপি সংরক্ষণ করতে হবে।
৭। দ্বৈত নাগরিকত্ব থাকলে নাগরিকত্বের ডকুমেন্ট সংযোজন করতে হবে
৮। পিতা মাতার জাতীয় পরিচয়পত্রের/জন্মনিবন্ধনের কপি জমা দিতে হবে
৯। শিশুদের ক্ষেত্রে আলাদা করে A4R সাইজের ছবি দিতে হবে, এবং পিতা মাতা উভয়ের জাতীয় পরিচয়পত্রের কপি সংযুক্ত করতে হবে।