তারিখ, দিন/মাস/বছর
বরাবর,
অফিসার ইনচার্জ
নিকটস্থ থানার নাম
জেলার নাম
বিষয়ঃ সার্টিফিকেট/এডমিট কার্ড/রেজিস্ট্রেশন কার্ড/নম্বারপত্র হারিয়ে যাওয়ায় জিডির জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারী (পুরো নাম)(নাবালক হলে আইনানুগ অভিবাবকের নাম), পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানার গ্রাম, থানা, জেলা। এই মর্মে আমি অত্র থানায় হাজির হইয়া লিখিত ভাবে জানিচ্ছি যে, গত তারিখ/মাস/বছর ইং তারিখে (হারিয়ে যাবার ৭ দিনের ভিতর জিডি করতে হয়) আনুমানিক সন্ধ্যা ৬.৩০ ঘটিকার সময়(সময় এবং স্থান স্পষ্টভাবে লিখবেন), (কিভাবে হারাল তাও লিখবেন) । আমার রোল নম্বর JSC/SSC/HSC রোল নম্বরঃ 9860544, পাশের সনঃ 2006, সেশনঃ 2004-05। উক্ত সার্টিফিকেট/এডমিট কার্ড/রেজিস্ট্রেশন কার্ড/নম্বারপত্র এর দ্বিনকল/ত্রিনকল/চৌনকল পাবার জন্য থানায় জিডি করা প্রয়োজন।
অতএব, মহোদয়ের কাছে আমার আকুল আবেদন এই যে, উক্ত জিডি আপনার থানায় অন্তর্ভুক্ত করার জন্য আপনার একান্ত স-মর্জি হয়
বিনীত নিবেদক
(পুরো নাম)
মোবাইল নং
Very useful and nice content. Please try on best to create and publish as like useful content. I want to get a blessing for you from Allah. Best of luck.