জানুয়ারী __, ২০২১।
বরাবর,
অধ্যক্ষ,
টঙ্গী সরকারি কলেজ,
টঙ্গী, গাজীপুর।
মাধ্যম,
বিভাগীয় প্রধান,
অর্থনীতি বিভাগ,
টঙ্গী, গাজীপুর।
বিষয়: প্রশংসা পত্রের জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার কলেজের এমএসএস (মাস্টার্স) অর্থনীতি বিভাগ একজন অ/নিয়মিত ছাত্র। আমার ক্লাস রোল: ১৪৩888888, রোল নম্বর: ৭০88888, রেজিস্ট্রেশন নম্বর: ১৪৩88888888 এবং শিক্ষা বর্ষ: ২০১৪-২০১৫। এমএসএস (মাস্টার্স) পরীক্ষায় আমি সিজিপিএ ৪.০০ এর মধ্যে ৩.৮৬ পেয়ে পাস করেছি, এখন ভবিষ্যৎ চাকুরীক্ষেত্রে আমার প্রশংসা পত্র প্রয়োজন।
অতএব, বিনীত প্রার্থনা এই যে, আমাকে প্রশংসা পত্র প্রদান করে বাধিত করবেন।
বিনীত
আপনার একান্ত অনুগত ছাত্র,
আপনার নাম
এমএসএস(মাস্টার্স) শেষ বর্ষ,
অর্থনীতি বিভাগ,
টঙ্গী সরকারী কলেজ,
টঙ্গী, গাজীপুর।