মোবাইলে ওয়ার্ড ফাইল এডিট করা এবং তা পিডিএফ এ রুপান্তর

সিভি/ বায়োডাটা প্রয়োজনীয় ওয়ার্ড ফাইলে লেখা ডকুমেন্ট মোবাইলে থাকলে আপনি সহজেই তা এডিট করতে পারবেন এবং তা পিডিএফ (PDF) করে কোথাও পাঠাতে চাইলে সহজেই পিডিএফ(PDF) করতে পারবেন। এর জন্য আমি যে সফটওয়ারটি ব্যবহার করি তা হল WPS অফিস। এটি দিয়ে আপনি মাইক্রোসফট ওয়ার্ডের (MS Word) মত করে যে কোন ডকুমেন্ট লিখতে এবং কোন লেখা ডকুমেন্ট এডিট করতে পারবেন। এটি একটি দারুন সফটওয়ার যখন আপনি আপনার পিসি চালাতে পারছেন না তখন মোবাইলে আপনার সিভি দ্রুত এডিট করে পাঠাতে পারবেন কোন ঝামেলা ছাড়াই। এটি প্লেস্টোরে WPS Office লিখে সার্চ দিলে প্রথমেই চলে আসবে নতুনবা  এমন লোগো পেয়ে যাবেন প্রথমেই এটি ইনস্টল করা হলে আপনার মোবাইলে থাকা সকল ডকুমেন্ট এতে চলে  আসবে। যদি খুজে না পান তবে এখানে বিভিন্ন অপশন আছে যার মাধ্যমে আপনি আপনি আপনার ডিভাইস এবং মেমরিকার্ড একসেস করতে পারবেন। ইন্সটল সহ প্রতিটি পার্ট দেখুন ইউটিউবে।

Leave a Comment

Welcome...
Have you faced any kind of problem, just comment.

কোন সমস্যা মনে হলে ইমেইল এড্রেস সহ কমেন্ট করুন, আপনার ইমেইল এড্রেস এবং সমস্যার গোপনীয়তা রক্ষা করা হবে।