বিডি জবসের সকল ফিল্ড যেভাবে পুরণ করবেন।

বিডিজবসের মাধ্যমে চাকুরী ইন্টারভিউ কল এবং চাকুরী পাওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে বিডি জবসের সকল ফিল্ড পূরণ করা। আমি ওয়েব সাইট ব্রাউজ করে যেভাবে সিভি আপডেট বা কোন ফিল্ডে কি কি ইনফরমেশন দিতে হবে তা আলোচনা করলাম। তবে বিডিজবসের এ্যাপসের মাধ্যমে আপনি আরো সহজে আপনার সিভি আপডেট রাখতে পারবেন। চলুন শুরু করা যাক পারসোনাল ডিটেইলস দিয়ে।
শুরুতেই থাকে পারসোনাল ডিটেইস, এখানে আপনার ব্যক্তিগত তথ্য জানতে চাওয়া হয়, এর মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করা হয় তাই অন্যান্য সকল ইনফরমশনের মত এটাও গুরুত্বপূর্ণ। এখানে ইডিট বাটনে ক্লিক করলে নিচে মত ফাকা জায়গা আসবে সেখানে সব তথ্য সঠিক ভাবে এন্ট্রি করবেন এবং শেষ হলে সেভ করে নিবেন।  
এরপর নিচের দিকে থাকা এড্রেস ফিল্ডে ক্লিক করবেন
এড্রেস ফিল্ডে ক্লিক করলে সেখানে ইডিট অপশন পাবেন সেখানে ক্লিক করে আপনার বর্তমান এবং স্থায়ী ঠিকানা দিবেন। দিয়ে অবশ্যই সেভ করবেন।     

Leave a Comment

Welcome...
Have you faced any kind of problem, just comment.

কোন সমস্যা মনে হলে ইমেইল এড্রেস সহ কমেন্ট করুন, আপনার ইমেইল এড্রেস এবং সমস্যার গোপনীয়তা রক্ষা করা হবে।