সনাক্তকরণ চিহ্ন কি বিভিন্ন ফরমে সনাক্তকরণ চিহ্ন দিয়ে একটি ফাকা জায়গা থাকে সেখানে কি লিখবেন ভেবে না পেয়ে থাকলে ভিডিওর থাম্বল দেখেই বুঝতে পারছেন সনাক্তকরণ চিহ্ন আসলে কি। এটা যে শুধু মুখেই থাকবে তা নয়। দৃশ্যমান শরীরের যে কোন জায়গায় কোন দাগ থাকলেই তা সনাক্তকরণ চিহ্ন হিসেবে গন্য। তবে এমন কোন দাগের বা তিলের কথা বলবেন না, যা কোন অফিসে বা জনসম্মুখে দেখানো সম্ভব নয়। 😁 শরীরে অনেক দাগের ভিতর জন্মগত দাগ বেশি প্রধান্য পায়। যদি তা না থাকে তবে কোন দূর্ঘটনায় প্রাপ্ত দাগকে সনাক্তকরণ চিহ্ন হিসেবে ব্যবহার করা যাবে।