সনাক্তকরণ চিহ্ন কি..How to find beauty mark, what is face mark

সনাক্তকরণ চিহ্ন কি বিভিন্ন ফরমে সনাক্তকরণ চিহ্ন দিয়ে একটি ফাকা জায়গা থাকে সেখানে কি লিখবেন ভেবে না পেয়ে থাকলে ভিডিওর থাম্বল দেখেই বুঝতে পারছেন সনাক্তকরণ চিহ্ন আসলে কি। এটা যে শুধু মুখেই থাকবে তা নয়। দৃশ্যমান শরীরের যে কোন জায়গায় কোন দাগ থাকলেই তা সনাক্তকরণ চিহ্ন হিসেবে গন্য। তবে এমন কোন দাগের বা তিলের কথা বলবেন না, যা কোন অফিসে বা জনসম্মুখে দেখানো সম্ভব নয়। 😁 শরীরে অনেক দাগের ভিতর জন্মগত দাগ বেশি প্রধান্য পায়। যদি তা না থাকে তবে কোন দূর্ঘটনায় প্রাপ্ত দাগকে সনাক্তকরণ চিহ্ন হিসেবে ব্যবহার করা যাবে।

Leave a Comment

Welcome...
Have you faced any kind of problem, just comment.

কোন সমস্যা মনে হলে ইমেইল এড্রেস সহ কমেন্ট করুন, আপনার ইমেইল এড্রেস এবং সমস্যার গোপনীয়তা রক্ষা করা হবে।