ধর্মীয় আঘাতযুক্ত পোস্ট আপনার সামনে এলে লাইক কমেন্ট বা কোন রকম রিয়্যাক্ট দিবেন না। কারণ এ সকল পোস্ট বেশির ভাগই ফেকই আইডি বা হ্যাকড আইডি থেকে পোস্ট করা হয়। এতে আপনি কোন রিয়্যাক্ট দিলে তা আরো বেশি ছড়ায়। তো এমন একটি হিংসাত্মক পোস্ট ছড়াতে আপনি সাহায্য করলেন, না জেনেই শুধু মাত্র একটি লাইক বা কমেন্টের মাধ্যমে। তাই কোন পোস্টে যখন ধর্মীয় আঘাত আসে তখন তা এড়িয়ে যাবেন এবং একটু কষ্ট করে রিপোর্ট করে দিবেন যাতে ফেসবুকের কর্মকর্তারা তা দেখতে পায়। তারা এসব পোস্ট সরিয়ে ফেলবে এবং কোন অনাকাঙ্খিত অঘটন ঘটার আগেই তা সমাধান হয়ে যাবে।