সঠিক ভাবে জুতা রাখার পদ্ধতি অজানা থাকায় মসজিদের পবিত্রতা যেমন রক্ষা হয় না তেমন ভাবে মেঝে নোংরা হয়ে যায়। তাই সঠিক ভাবে জুতা রেখে মসজিদের পবিত্রতা রক্ষা করুন।
যেভাবে জুতা রাখবেন:
জুতার নিচের অংশে বেশি ময়লা থাকে তাই নিচের দুই অংশ এক করে আনুভুমিক ভাবে জুতা নিয়ে মসজিদে প্রবেশ করুন এবং জুতা রাখার জায়গা না পেলে আনুভুমিক ভাবেই জুতা রাখুন যাতে ময়লা যুক্ত অংশ কিছুতেই মেঝেতে না লাগে বা ময়লা খুলে যেন মেঝেতে না পরে। এভাবে আপনি মসজিদ পরিষ্কার রাখায় অংশ নিতে পারবেন। অন্যকে বুঝাতে না পারলেও আপনার জুতা রাখারা পদ্ধতি দেখে অন্যান্যরাও আপনার পদ্ধতি অনুসরণ করবে।
জুতা বাম হাতে ধরে প্রবেশ করে মসজিদে প্রবেশ করতে হয় এটা হাইলাইট করুন।