পিএসসি নাম সংশোধনের জন্য আবেদন।

আবেদন করতে হবে ছাত্র/ছাত্রীর অভিবাবকের (পিতা/মাতা বা আইনানুগ অভিবাবক) মাধ্যমে,

 

বরাবর,
উপজেলা শিক্ষা অফিসার,
উপজেলার নাম, জেলার নাম।

বিষয়ঃ নাম, ছেলের নাম, স্ত্রীর নাম এবং ছেলের বয়স সংশোধনের জন্য আবেদন।

জনাব,
বিনীত নিবেদন, এইযে আমার ছেলের নাম এবং তার বয়স, স্ত্রীর এবং আমার নাম ভুলবশত পিএসসি সার্টিফিকেটে যথাক্রমে (পিএসসিতে ছেলের যে নাম, বয়স, মায়ের নাম, পিতার নাম হুবুহু লিখতে হবে। ) এবং সঠিক নাম হবে (সঠিক নাম এবং বয়স লিখতে হবে)। এবং তার প্রমাণ সাপেক্ষে  ছেলের জন্মনিবন্ধন সাটিফিকেট, আমার এবং আমার স্ত্রীর  ন্যাশনাল আইডির কপি সংযুক্ত করছি।

অতএব বিনীত প্রর্থনা এই যে, ভুল নাম কর্তন করে সঠিক নামে আমার পিএসসি সার্টিফিকেট সংশোধন করে বাধিত করবেন।

বিনীত
আপনার একান্ত অনুগত
পিতার বাবার নাম
মোবাইল নাম্বার:000000000
ঠিকানা, ……………………..

8 thoughts on “পিএসসি নাম সংশোধনের জন্য আবেদন।”

  1. পিএসসি সনদের নাম সংশোধনে আবেদনপত্র কি স্কুল প্রধানের মাধ্যমে করতে উপজেলা শিক্ষা অফিসার বরাবর।

    Reply
  2. পিএসসি সনদের নাম সংশোধনে আবেদনপত্র কি স্কুল প্রধানের মাধ্যমে করতে উপজেলা শিক্ষা অফিসার বরাবর।

    Reply
  3. বরাবর
    উপজেলা শিক্ষা অফিসার
    উপজেলা-চকরিয়া, জেলা-কক্সবাজার

    বিষয়ঃনাম আফরার গুলশান কাইফি পিতার নাম আকিকুল ইসলাম ইকবাল মাতার নাম ছিফাতুল জন্নাত নাম সংশোধনের আবেদন ।

    জনাব,
    বিনীত নিবেদন এই য়ে, পিতার নাম আকিকুল ইসলাম ইকবাল মাতার নাম ছিফাতুল জন্নাত ভুলবশত পিএসসি সার্টিফিকেটে { পিএসসিতে আমি পিতার নাম আকিকুল ইসলাম ইকবাল মাতার নাম ছিফাতুল জন্নাত }
    হুবুহু লিখতে হবে এবং সঠিক নাম লিখতে হবে এবং তার প্রমান সাপেক্ষে পিতার নাম মাতার নাম আইডির কপি সংযুক্ত করছি ।
    অতএব বিনীত প্রার্থনা এই যে, ভুল নাম কর্তন করে সঠিক নাম আমার পিএসসি সাটিফিকেট সংশোধন করে বার্ধিত করবেন ।
    বিনীত একান্ত অনুগত
    বাবার নাম আকিকুল ইসলাম ইকবাল
    মাতার নাম ছিফাতুল জন্নাত

    Reply
  4. অফলাইনে পিএসসি সনদ সংশোধন আবেদন করলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হাতে কেটে সংশোধন করে উপরে “সংশোধিত” সীল মেরে স্বাক্ষর করে দেন। তা আমার প্রশ্ন হলো কাগজে সংশোধন হওয়ার পর কি উপজেলা শিক্ষা অফিসার কি সেটা অনলাইনে কারেকশন করে দিবে?

    Reply
    • পিএসসি সার্টিফিকেট PSC Certificate কারেকশন শুধু অফলাইনেই হয়। এটা অনলাইনে কারেকশন হয় না এবং প্রয়োজন নাই।

      Reply

Leave a Comment

Welcome...
Have you faced any kind of problem, just comment.

কোন সমস্যা মনে হলে ইমেইল এড্রেস সহ কমেন্ট করুন, আপনার ইমেইল এড্রেস এবং সমস্যার গোপনীয়তা রক্ষা করা হবে।