কপাল

কোনকাজে সাফল্য আসলনা দোষ দিয়ে দিলাম কপালের। আমি বলি দোষটা কপালের হয় না। কারন কপাল কিছুই করতে পারেনা। তার নিচে যে দুটি চোখ আছে তা জানে কেনা সন্দেহ। তাছাড়া মগজ তো আর কপালে থাকেনা যে ভাববে।
আসলে সাফল্য নির্ভর করে কাজের উপর। এই যেমন আমি অনেক কাজ করলাম কোন ইনফরমেশেন নিলাম না কারো কাছ থেকে। তাহলে গাধার মত আশা করে নিরাশ হয়ে কারো উপর দোষ চাপাতে না পেরে অবশেষে কপালের দোষ।
বেচারা কপাল তাকে নিয়ে এত কথা হচ্ছে সে কিনা কিছুই জানছেনা। স্যাড, কপালের জন্য।
আসুন আমরা কাজের ব্যার্থতার জন্য কপালকে দোষ দিয়ে সময় নষ্ট না করে কাজের ভুল ভ্রান্তি গুলো চিহ্নিত করে আবার কাজে ঝাপিয়ে পরি।

Leave a Comment

Welcome...
Have you faced any kind of problem, just comment.

কোন সমস্যা মনে হলে ইমেইল এড্রেস সহ কমেন্ট করুন, আপনার ইমেইল এড্রেস এবং সমস্যার গোপনীয়তা রক্ষা করা হবে।