নদীর খুব কাছাকাছি আসা মানেই মনটা কবি কবি ভাব নেয়। আজ আমি কবি হয়ে ছিলাম কিছুক্ষণের জন্য। আমি কিছুটা ঝাকি অনুভব করছিলাম আর ভাবছিলাম আমার কবিতাটা নিয়ে। আমার এগিয়ে যাওয়টা মন্থর ছিলনা, বেশ গতিশীলই ছিল। পথ ছোট ছিল বলে বৃষ্টির দিনের শহরের Auto রিক্সা আমাকে নামিয়ে দিয়ে বলল ১০ টাকা দেন।
আমার কবিতাটা আর হলনা।
আমার কবিতাটা আর হলনা।