বাবার অদ্ভুত ইচ্ছা! তিনি দেখছেন ২০০২ সালে বিএ, এমএ পাশ করে মামা-খালুর হাতে পায়ে ধরে চাকুরী পাচ্ছে না পাশকৃত ছাত্ররা সেখানে তিনি তার ছেলেকে যে কিনা এখন ক্লাস থ্রিতে পড়ে তাকেও বিএ, এমএ পাশ করানোর আশায় পড়াচ্ছেন। ছেলের একান্ত ইচ্ছা কাজ করার, এসব হাতে পায়ে ধরে চাকুরী করার ইচ্ছা মোটেই নেই, তাই আশা ইঞ্জিনিয়ারিং পড়ার। সহজে ইঞ্জিনিয়ারিং পড়তে সরকারি ভকেশনাল স্কুলে পড়বে এবং সেখান থেকে সরকারী কোন টেকনিক্যাল কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং শেষ করে চাকুরী না পেলে ব্যবসা শুরু করবে। এই সাধারণ কথাটা সে তার বাবাকে বোঝাতে পারেনি। এখনো পারেনা তার অফিসের বসদের। কারণ পরিবারের চাপিয়ে দেয়া বোঝা সে নামাতে পারেনি বিএ,এমএ কোন রকম পাশ করে কেরাণীর চাকুরী করছে সে। এখন বসদের বাবা-মা মনে হয় এবং কোন সমস্যা তাদের বোঝাতে পারে না।