বিডিজবস বা সিভিতে শখ বা Hobby হিসেবে আপনি যে কোন কিছু দিতে পারেন। যেমন ধর্মীয় গ্রন্থ বা এর অর্থ, হাদিসের বই পড়াকে শখ হিসেবে লিখতে পারন আপনার Hobby হিসেবে। তাছাড়া বিভিন্ন রকম খেলা, ভ্রমণ, বইপড়া, ব্লোগিং, নাচ, গান গাওয়া, গান লেখা, মাটির পুতুল তৈরী, সেলাই, সেলাই করে নকশা করা, কুশি-কাটা, বক্তৃতা দেয়া, নিউজ পেপার পড়া, টিকিট সংগ্রহ, বই সংগ্রহ, আকাআকি করা,কবিতা লেখা, ছড়া লেখা, ডাকটিকিট সংগ্রহ, ফুল/ফলের বাগান করা, পত্রিকায় লেখালেখি করা, সাইক্লিং ইত্যাদি শখ হিসেবে দিতে পারেন সিভিতে। তবে মনে রাখবেন আপনি যে প্রতিষ্ঠানে সিভি দিতে যাচ্ছেন সে প্রতিষ্ঠান যদি আপনার শখের বিপরীতে অবস্থান করে তবে সিভিতে তা উল্লেখ করবেন না।
বিডিজবসে একাউন্ট করার জন্য ভিডিওটি দেখুন।
শর্টহ্যান্ড শিখতে এখানে দেখুন