কোন কিছু হারানোর বা ঘটনা ঘটার পর পর মানে ১ সপ্তাহের মধ্যে জিডি করতে হয়। তাই কোন আলসামো নয় দেখে নিন কিভাবে জিডি করতে হয়। থানায় জিডি করতে টাকা লাগে না, তবে তাদের সাথে খোস গল্প করলে আসার সময় চা খাবার টাকা চাইতে পারে, আমি কোন সময় টাকা দেই নাই।। নিচের মত আবেদন হাতেও লিখতে পারেন তবে হাতের লেখা খারাপ হবার কারনে আমি টাইপ করে প্রিন্ট করি।
বিষয়ঃ মোবাইল হারিয়ে যাওয়ার ঘটনা সাধারণ ডাইরি (জিডি) ভুক্ত করার জন্য আবেদন (আপানার অন্য কিছু হারালে তা লিখবেন বা যে ঘটনা ঘটেছে তা লিখবেন)
জনাব, বিনীত নিবেদন এই যে, আমি নামঃ (পুরো নাম) আমার মোবাইল যার নামঃ ওয়লটন মডেলঃ জিএফ5 আইএমইআই নং১ঃ 888888888888888(15 ডিজিটের সংখ্যা) আইএমইআই নং ২ঃ 999999999999999(15 ডিজিটের সংখ্যা) যা গত দিন/মাস/বছর তারিখে আনুমানিক 6.30 মিনিটে (স্থান এবং ঘটনার পুরো বর্ণনা সংক্ষিপ্ত ভাবে লিখতে হবে) হারিয়ে যায়।
এমতাবস্থায়, পরবর্তি কার্যক্রম পরিচালনার জন্য উপরোক্ত ঘটনা সাধারন ডাইরী (জিডি) ভুক্ত করার জন্য অনুরোধ করছি।
Excellent short article. Articles that have purposeful and also informative web content
are much more satisfying.