যেভাবে জিডি করবেন

কোন কিছু হারানোর বা ঘটনা ঘটার পর পর মানে ১ সপ্তাহের মধ্যে জিডি করতে হয়। তাই কোন আলসামো নয় দেখে নিন কিভাবে জিডি করতে হয়। থানায় জিডি করতে টাকা লাগে না, তবে তাদের সাথে খোস গল্প করলে আসার সময় চা খাবার টাকা চাইতে পারে, আমি কোন সময় টাকা দেই নাই।। নিচের মত আবেদন হাতেও লিখতে পারেন তবে হাতের লেখা খারাপ হবার কারনে আমি টাইপ করে প্রিন্ট করি।
 
 
ZvwiL 08/09/2019
eivei,
Awdmvi BbPvR©,
Uw½ c~e© _vbv, Uw½, MvRxcyi|
welqt RvZxq cwiPqnvwi‡q hvIqvq wRwW Gi Av‡e`b|
Rbve,
webxZ wb‡e`b GB †h, Avwg(AvBwW Kv‡W©i cy‡iv bvg wjL‡eb) Avgvi RvZxq cwiPq hvi bv¤^vi 98784521365249854 MZ অক্টোবর (GK mßv‡ni wfZi) Zvwi‡L K‡jR †MB‡U d‡UvKwc Ki‡Z wM‡q nvwi‡qwQ Ges A‡bKLvRLywR K‡iI cvBwb|
GgZe¯’vq, ciewZ© Kvh©µg cwiPvjbvq Dc‡iv³ NUbvmvavib WvBix ev wRwW Gi Aby‡iva KiwQ|
 
 
webxZ
bvg
wVKvbv

 

gvevBj

 

তারিখ/মাস/বছর
বারবর,
অফিসার ইনচার্জ
থানার নাম, থানা, জেলা।

বিষয়ঃ মোবাইল হারিয়ে যাওয়ার ঘটনা সাধারণ ডাইরি (জিডি) ভুক্ত করার জন্য আবেদন (আপানার অন্য কিছু হারালে তা লিখবেন বা যে ঘটনা ঘটেছে তা লিখবেন)

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি নামঃ (পুরো নাম) আমার মোবাইল যার
নামঃ ওয়লটন
মডেলঃ জিএফ5
আইএমইআই নং১ঃ 888888888888888(15 ডিজিটের সংখ্যা)
আইএমইআই নং ২ঃ 999999999999999(15 ডিজিটের সংখ্যা) যা গত দিন/মাস/বছর তারিখে আনুমানিক 6.30 মিনিটে (স্থান এবং ঘটনার পুরো বর্ণনা সংক্ষিপ্ত ভাবে লিখতে হবে) হারিয়ে যায়।

এমতাবস্থায়, পরবর্তি কার্যক্রম পরিচালনার জন্য উপরোক্ত ঘটনা সাধারন ডাইরী (জিডি) ভুক্ত করার জন্য অনুরোধ করছি।

বিনীত
নাম
পুরো ঠিকানা
মোবাইল

2 thoughts on “যেভাবে জিডি করবেন”

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Welcome...
Have you faced any kind of problem, just comment.

কোন সমস্যা মনে হলে ইমেইল এড্রেস সহ কমেন্ট করুন, আপনার ইমেইল এড্রেস এবং সমস্যার গোপনীয়তা রক্ষা করা হবে।