আমরা জাতি হিসেবে ঝুঁকি নিতে পছন্দ করি, যেমন অ-নিরাপদ যৌনমিলন, ফুটপাত পরিষ্কার রেখে রাস্তায় হাটা, বিনিয়োগ চিন্তা না করে টাকা কম সময়ের মধ্যে দ্বিগুণ করা, তথ্য নিজে যাচাই বাচাই না করে দালাল কে বিশ্বাস করে নগদ টাকা প্রদান, টাকা জমানোর জন্য কোন প্রতিষ্ঠান যাচাই বাচাই না করে টাকা জমানো ও হারানো, ডিড লেখার অভ্যাস না করে মৌখিক চুক্তিতে ঋণ প্রদান, তথ্য দাতাদের ছেড়ে চাটুকারদের বিশ্বাস, ঘরের স্বাস্থকর খাবার বাদ দিয়ে ফুটপাতের খাবার মজা করে খাওয়া ও সামাজিক মাধ্যমে শেয়ার, বিয়ে না করে রিস্কি পরকিয়া, কাজ না শিখে চাকুরীতে আবেদন। আরো থাকলে কমেন্টে জানান লিখে রাখব সাথে আপনার প্রতি কৃতজ্ঞা সহ।